ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট শেফিল্ড,ইংল্যান্ড এর আর্থিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই এলাকায় প্রায় দেড় শতাধিক দুস্থ অসহায় গরিবদের মধ্যে চাল ডাল, সোয়াবিন ,পিয়াজ,ছোলা ইত্যাদি রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করা
হয়।২০শে এপ্রিল দুপুরে গোরারাই গ্রামে হাজী ছুরত মিয়া সাহেবের বাড়ীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে তোফায়েল আহমেদ তারেক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সমাজসেবক বদরুল ইসলাম রিপন,আওয়ামীলীগ নেতা আবুল হোসেন চৌধুরী,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনে সদস্য রিয়াজুল ইসলাম জাবেদ,সাংবাদিক রিপন আহমেদ,মাওলানা আশরাফ মিয়া।
চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন প্রবাসে থেকে নিজের মার্তৃভূমির টানে আমাদের ভাইরা খুঁজ খবর নেন, যে কোন বিপদে আপদে তারা এগিয়ে. আসেন,সেই জন্য আমরা তাদের কে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানাই,ইনশাহআল্লাহ এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com