আসসালামুআলাইকুম প্রিয় গলাচিপাবাসী ও দেশবাসীকে
ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”
ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
* ঈদ মোবারাক *
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার পক্ষ থেকে গলাচিপাবাসীকে ঈদের শুভেচ্ছা।
*ঈদ মোবারক *
ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন লাভ করুক।
পবিত্র ঈদুল ফিতর আনন্দময় মুহূর্তের সকলের মাঝে উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন বজায় রেখে চলি।
ঈদুল ফিতরের মধ্য দিয়ে সমাজ জীবনে শান্তি,স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক -এই হোক আমাদের সকলের প্রার্থনা।
আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে মানবিক হয়ে অসহায়দের সাথে আমাদের নিজেদের খাদ্যের কিছু অংশ ভাগাভাগি করে অসহায়দের মুখে হাসি ফুটাই। তাদের খাদ্যসংকট মুক্ত করি, আমাদের ঈদের আনন্দটা তাদের সাথে ভাগ করে নেই।
সৌজন্যে:-
মোঃজহিরুল ইসলাম শান্ত
প্রতিষ্ঠাতা আহবায়ক গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com