সুযোগ পেয়েও অর্থের অভাবে মেডিকেলে ভর্তির শঙ্কায় থাকা চার শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। গণ অধিকার পরিষদের মাধ্যমে এসব শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করেন তিনি। এসব শিক্ষার্থীরা পারিবারিক অভাব অনটনে খরচ যোগাড় করতে না পারায় ভর্তি নিয়ে শঙ্কায় ছিলেন।
বিষয়টি নিয়ে নুর ঢাকা মেইলকে বলেন, ‘যারা অর্থের অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছে না তাদেকে সহযোগিতার জন্য আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখান থেকে তিনজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদেরকে ভর্তি হতে যে খরচ লাগে সেটা দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও একটি অনলাইন গণমাধ্যমের খবরে জানতে পারি এক শিক্ষার্থী অর্থের অভাবে ভর্তি নিয়ে শঙ্কায় আছেন। আমরা তাকেও সহযোগিতা করি। তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
নুর আরও জানান, ‘দেশের অদম্য মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, তাদের জন্য তাদের আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা অতিতেও তাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব।’
যাদেরকে ভর্তির সহযোগিতা করা হয়েছে, তাদের একজন শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ, আরেকজন নীলফামারী মেডিক্যাল কলেজ, আরেকজন রাজশাহী মেডিক্যাল কলেজ ও আরেকজন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com