বহু আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীনতম ছাত্রসংগঠন ছাত্রলীগের ৩০ তম সম্মেলনকে কেন্দ্র করে যেন ঘুম নেই পদপ্রত্যাশী নেতাদের চোখে। সভাপতি-সাধারণ সম্পাদকের শীর্ষ পদসহ গুরুত্বপূর্ণ পদ পেতে নানা রকম ‘যোগাযোগ’ চলছে বিভিন্ন মহলে।
বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম সম্মেলনে বিভিন্ন বিভাগের যেসব ছাত্র নেতারা এগিয়ে আছেন ও মাঠে আলোচনায় আছেন।
ছাত্রলীগের কাউন্সিলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছে, পরিশ্রমী ও মেধাবী এবং শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়, পরিচ্ছন্ন ইমেজ, সাংগঠনিকভাবে দক্ষ নেতারা এগিয়ে থাকবেন। বিশেষ করে বিগত দিনগুলোতে যারা সরাসরি মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছে; তারাই এগিয়ে থাকবে পদ পাওয়ার দৌড়ে।
টেন্ডারবাজ ও নানা অপকর্মে জড়িতদের নেতৃত্বে আসার সুযোগ নেই স্পষ্টভাবে উল্লেখ করে ওই নেতারা জানান, যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন; তাই এমন নেতা নির্বাচন করা হবে যাতে নির্বাচনকালীন সময়ের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারে।
তাছাড়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও নির্দেশনা রয়েছে; বিতর্কিতরা যেন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে না অাসতে পারে।
ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে প্রতিবারের মতো এবারও অঞ্চলভিত্তিক নির্বাচন পদ্ধতিকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সেই দিক থেকে এখন পর্যন্ত আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন;
ঢাকা বিভাগ সাদ্দাম , তৃর্য , এহসান পিয়াল
বরিশাল বিভাগ শেখ ইনান, আরিফ হোসেন, খাদিমুল জয়, বেনজির ,আকাশ ,সবুর কলিন্স,সোহানুর রহমান
চিটাগাং বিভাগ সাদ বিন কাদের তানভীর সৈকত,তাহসান রাসেল ,
কুমিল্লার লিমন,দিদারুল আলম,
মাজহার শামীম
খুলনা বিভাগ তুহিন রেজা ,নাহিদ হাসান শাহিন,বরিকুল বাঁধন,হাবিব,
শাহজালাল
ফরিদপুর মাদারীপুর জোন ফুয়াদ হোসেন শাহাদাত , রনি মোহাম্মদ,শেখ সাগর,সাইদুর রহমান উজ্জল ,শেখ সুজন ,ইয়াসির আরাফাত তূর্য,মুরসালিন অনু
ময়মনসিংহ বিভাগ মেহেদী হাসান তাপস, রাশিদ শাহরিয়ার উদয়,সোহান খান,তপন ,রাকিব সিরাজী
সিলেট বিভাগ আলামিন রহমান, কাজল দাস, আকিব মোহাম্মদ ফুয়াদ
উত্তর বঙ্গ সাদ্দাম হোসেন,হায়দার মোহাম্মদ জিতু ,আবুল হাসনাত হিমেল, আবদুল হীল বারী ,সজিব নাথ
নতুন হল নেতাদের মধ্যে হাসিবুল শান্ত,শহিদুল শিশির , জাহিদুল ইসলাম ,রিয়াজুল ইসলাম আজহার ,সজিবুর রহমান
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com