জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট ক্লাবের নতুন মডারেশন প্যানেল গঠন করা হয়েছে। পাশাপাশি ম্যানেজমেন্ট ক্লাবের বর্তমান কমিটির মডারেটর এর দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া অধ্যাপক মো. মিজানুর রহমান কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাব তাদের নতুন মডারেশন প্যানেলকে এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
নতুন মডারেশন কমিটিতে চীফ মডারেটর হিসেবে রয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ফকির, কো মডারেটর হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সুমন কুমার মজুমদার।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন সবসময় ম্যানেজমেন্ট ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ম্যানেজমেন্ট ক্লাবের নতুন মডারেশন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
সদ্য বিদায়ী মডারেটর ক্লাবের সার্বঙ্গিক উন্নতি কামনা করেছেন এবং যেকোন প্রয়োজনে উনার থেকে পরামর্শ এবং সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।
উক্ত ইভেন্ট এর সার্বিক সহযোগিতায় ছিলো এলামনাই এসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজ (এএএমএস)।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com