মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় ময়লার স্তূপ থেকে অজ্ঞাত ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট দক্ষিণপাড় তেলপাম্পের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে টেকেরহাট বন্দর স্থানে রাজৈর পৌরসভার ময়লার স্তূপের মধ্যে একটি নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। এ সময় স্থানীয়রা রাজৈর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে সাদা চাদর পেচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
ওসি মো. আলমগীর হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com