ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ একাধিক মাদক মামলার আসামি আলমগীরকে (৪০)গ্রেপ্তারি পরোয়ানামুলে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের আইনল হকের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমগীরের (৪০) নামে বিজ্ঞ আদালতে চারটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিচারাধীন রয়েছে।
তারাকান্দা থানার এস,আই মোঃ আব্দুল মালেক জানান, ৪টি মামলার ওয়ারেন্টমুলে শনিবার রাতে তিলাটিয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত আসামি আলমগীরকে আজ রবিবার
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com