ময়মনসিংহের তারাকান্দায় একাধিক মাদক মামলার আসামী মোঃ সাইদুল (৪৬) নামে এক মাদক কারবারিসহ ২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত শনিবার রাতে টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মোঃ আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বাদ্রাকান্দা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র সাইদুল (৪৬)কে বাদ্রাকান্দা ইউপি রাস্তা থেকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে পুলিশ ২’শ গ্রাম গাজাঁ উদ্ধার করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, জরুরি ডিউটি করাকালিন সময়ে পুলিশ খবর পেয়ে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কালে অভিযান চালিয়ে মাদক কারবারি সাইদুলকে গাজাঁসহ আটক করে।
ধৃত আসামীর বিরুদ্ধে তারাকান্দা থানার ৩টি মাদক মামলা বিজ্ঞ আদলতে বিচারাধীন আছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
অপরদিকে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী ঢাকিরকান্দা গ্রামের আবু বাক্কারের পুত্র আবুল হোসেন(২৫)কে পুলিশ গ্রেপ্তার করে।
ধৃত আসামীদের আজ রোববার পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com