নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে রেজাউল মোল্লা ওরূপে পটু মোল্লা (৫৫) ভাতিজার হাতে খুন হয়েছেন।
একই ঘটনায় অন্য চাচা কচি মোল্লা (৪৮) গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়।
লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে তালবাড়িয়া গ্রামে পটু মোল্লা ও তার ভাই আফজাল মোল্লার মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ এবং মামলা চলে আসছিল।
সোমবার (১৩ জুন) বিকালে রেজাউলের ভাতিজা ইজাজুল মোল্লা,ইকরাজুল মোল্লা,সাব্বির মোল্লা,ও আকিমুল সিকদার,আলিমুল সিকদার,রহমত,মিলে রেজাউল মোল্লা (পটু) ও কচি মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এরপর স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পটু মোল্লা কে মৃত ঘোষণা করেন।এবং আহত কচি মোল্লা কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com