নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। রবিবার (২২ মে) দিবাগত রাতে মোঃ রোমান (১৯) নামে ওই যুবক কে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরির্দশক (এস আই) সরল কুমার বিশ্বাস এর নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া উপজেলার শালনগর কাঠালতলা বাজারে অভিযান চালায় এসময় মোঃ রোমান এর গতিবিধি সন্দেহ জনক হলে তাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় আটককৃত রোমান লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com