নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন গত (২৪ আগষ্ট ২০২২) নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আজ রোববার (২৮ আগষ্ট ২০২২) নড়াইল জেলার সাংবাদিকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এ সময় নড়াইল জেলার সাংবাদিক সংস্থা থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও জেলা সাংবাদিক সংস্থার সভাপতিগণ নড়াইল জেলার আইন শৃঙ্খলা রক্ষা ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন ও নড়াইল জেলাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোগিতা কামনা করে আলোচনা করেন।
এসময় পুলিশ সুপার মো বলেন, পুলিশ ও সাংবাদিকদের সহযোগিতা নিয়ে নড়াইল জেলা কে আইন শৃঙ্খলা রক্ষাসহ, সুন্দর ও সু- সুশৃঙ্খল একটি জেলা হিসেবে নড়াইল জেলার মানুষদের কে উপহার দেওয়া সম্ভব। তাই আমরা সকলে মিলে মিশে জনগণের পাশে থেকে কাজ করে নড়াইল জেলা কে উন্নয়ন করবো। তিনি আরো বলেন, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ তদন্ত কেন্দ্র ও থানা থাকবে সবার জন্য উন্মুক্ত। পুলিশ কর্মকর্তা হিসাবে মানুষের সেবাদানের স্থান হলো থানা। যা থাকবে সবার জন্য উন্মুক্ত। এখানে যেকোনো সময় যেকোনো কাজে আসতে কোনো দালাল বা কারো সহযোগিতা লাগবেনা বা কোনো দলে হয়েও আসতে হবেনা যেকোনো সময় যে কেউ আসতে পারবে তাদের সমস্যার কথা বলতে পারবে প্রশাসন তাদের সর্বদা সহযোগিতা করবে। যদি কোথাও গিয়ে সেবা না পান তাহলে সরাসরি আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিবো। আসুন আমরা সবাই মিলে এক অপরকে সাহায্য সহযোগিতা করে সুন্দর একটু নড়াইল গড়ে তুলি।
তিনি আরো মত প্রকাশ করেন যে, পুলিশ সুপার ফোরের হিসেবে নড়াইল জেলায় যোগদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করে শুকরিয়া জ্ঞাপন করছি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া সহ প্রশাসনের সকর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, নড়াইল জেলার সকল সাংবাদিকবৃন্দ।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com