ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, বাজে নেশা ছেড়ে খেলায় চল। নড়াইল জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শুক্রবার ১২ আগস্ট বিকাল ৫ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিক উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম বার, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), নড়াইল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং ফুটবল প্রেমী দর্শক।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন যশোর সোনালী একাদশ বনাম নড়াইল সোনালী একাদশ। নড়াইল সোনালী একাদশকে ১-০ গোলে পরাজিত করে যশোর সোনালী একাদশ শিরোপা অর্জন করেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com