জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি নতুন বিশ্ববিদ্যালয়। মাত্র সাড়ে সাত একর জায়গায় ৩৬ টি ডিপার্টমেন্ট ও ২ টি ইন্সটিটিউট রয়েছে। এখানে জবি প্রেসক্লাবের জায়গা খুবই কম। অন্যদিকে আবার অনেক শিক্ষকদের একসাথে বসতে হচ্ছে। আমরা এজন্য ভবিষ্যতে নতুন ক্যাম্পাসে একটা প্রেস কর্ণার করবো।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়া সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৪ নং কক্ষে জবি প্রেসক্লাবের কার্যালয়ে ১৭ রমজান এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব কথা বলেন।
জবি প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকীর সভাতিত্বে এবং সাধারণ সম্পাদক আরমান হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য বলেন, আমরা যারা প্রশাসনে আছি, আমরা ভুল করতেই পারি। কিন্তু আমরা যেনে শুনে অন্যায় করি বা করছি বা করবো এমন কোনো চিন্তা ভাবনা নেই। যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থের জন্য ভালো, সেটাই আমরা করবো।
তিনি আরোও বলেন, সাম্প্রদায়িকতার কোনো সুযোগ এখানে নেই। আমরা যতদিন আছি এটি কেউ করতে পারবে না। অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে চেতনা, বঙ্গবন্ধুর আদর্শের যে চেতনা সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। মনে প্রাণে ধারণ করতে হবে। শুধু মুখে মুখে বললে হবে না, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যাতে করে আমাদের সমাজ থেকে যেসমস্ত কুসংস্কার রয়েছে সেগুলো একেবারে জলাঞ্জলি দিতে পারি।
এসময় উপাচার্য জবি প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, তোমরা যে আদর্শ নিয়ে যাত্রা শুরু করেছো, সেই আদর্শ ধারণ করবা এবং সেই আদর্শ মনে প্রাণে ধারণ করতে হবে। আর আমাদের যে ভুল গুলো থাকে তা ধরিয়ে দিবে, যাতে করে বিশ্ববিদ্যালয়কে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি। প্রেসক্লাবের সাংবাদিকরাও আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা দেশের মানুষের কাছে পৌঁছাবে বলে প্রত্যাশা করেন তিনি। সংক্ষিপ্ত সময়ে সুন্দর এ আয়োজনের জন্য উপাচার্য জবি প্রেসক্লাবকে ধন্যবাদ জানান এবং ভালো কাজের জন্য অবশ্যই পাশে থাকার আশ্বাস দেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জবি প্রেসক্লাবের সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছে। আমি আশা করবো জবি প্রেসক্লাবের সাথে যারা জড়িত তারা সঠিক দায়িত্ব পালন করবে। আমরা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জড়িত, যারা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের সাথে জড়িত তাদেরকে সহযোগিতা করবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ এ চেতনায় পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় যেনো অস্থিতিশীল না হয়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যার যে ইচ্ছা, যে লক্ষ্য সেটা পূরণে এগিয়ে যাবে।
তিনি আরোও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ আছে। সেই কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি সাংবাদিকদের একটি বড় ভূমিকা রয়েছে। তন্মধ্যে ইতিবাচক ভূমিকাটাই সবচেয়ে বড়। তাহলেই একসঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো। আশা করি জবি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। তাঁরা সত্যটাকে সামনে নিয়ে আসবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, ড. মোহাম্মদ সায়েদুর রহমান, দ্বীন ইসলাম, মোহা: খালেদ সাইফুল্লাহ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জবি প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সাধারণ সম্পাদক জগেশ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com