নীলফামারী জেলা মানবিক বাংলাদেশ সোসাইটি আজ ১৯শে এপ্রিল একধরণের ব্যতিক্রমি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শৌলমারি ইউনিয়নে চাকলা মসজিদ সংলগ্নে।
ইফতার প্যাকেট রাখা রাখা হয় রোজাদার হতদরিদ্র, এতিম, অসহায়, গরিব মানুষেরা নিজ হাতে ইফতার তুলে নেন সিয়াম সাধনার মাসে রোজাদাররা অনেক খুশি হয়েছে। এসময় বক্তব্য রাখেন নীলফামারী জেলা সভাপতি নলিন বিশ্বাস জয়, সাধারণ সম্পাদক রন্জু আহমেদ, বক্তব্যে মানবিক নেতা আদম তমিজি হক এর জয় দোয়া চাওয়া হয়, তার পাশাপাশি দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের মঙ্গল কামনা করা হয়।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com