নড়াইলের কালিয়ায় ব্যবসায়ী কামরুল শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন এলাকাবাসীর। নড়াইলে কালিয়ায় ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলায় আসামীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন । চাঁচুড়ি বাজার বণিক সমিতির উদ্যোগে শনিবার (৩০ জুলাই) চাঁচুড়ি বাজারে এসব কর্মসূচি পালিত হয়। এ দিন কর্মসূচিতে যোগ দিতে চাঁচুড়ি, পুরুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারীপুরুষ নির্বিশেষে নিহতের স্বজন ও এলাকাবাসী মিছিল নিয়ে চাঁচুড়ি বাজারে সমবেত হন।
পরে নড়াইল-কালিয়া সড়কে হাতেহাত ধরে সামিল হয় মানববন্ধনে। পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আমিরুল ইসলাম মনি, চাঁচুড়ি বাজার বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্যা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা আশরাফুল বারী মিহির, নড়াইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুকু মিয়া শেখ, পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আঃ লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, কালিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক মুুন্সি লুৎফর রহমানসহ নানা দলমত শ্রেনীপেশার মানুষের অংশ গ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁচুড়ি বাজারের জুতা ব্যবসায়ী কামরুল শেখ খুনে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ কালে নানা দাবি সম্বলীত ব্যানার প্লাকার্ড হাতে মিছিলকারিরা স্লোগানে স্লোগানে খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বচ্চো শাস্তির দাবি জানায়।
উল্লেখ্য, অধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা গত ৩০ জুন পুরুলিয়া গ্রামের মক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যবসায়ী কামরুল শেখের বাড়িতে চড়াও হয়ে তাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা এবং দুই ভাইসহ ৪জনকে গুরুত্বর আহত করে। এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদি হয়ে মোট ৩২জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com