নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশীপুর এ,সি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এ বিষযে শিক্ষক/অভিভাবকদের মাধ্যমে জানা যায় দীর্ঘ দিন যাবৎ ওই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন পূর্বে একজন সহকারী শিক্ষিকা তামান্না কে ওই স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক শিক্ষিকা তামান্না ম্যাডাম কে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন এবং এই খবর ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্র ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ (১২ অক্টোবর) বুধবার স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
উক্ত বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীতে বসেন এবং ইউএনও, ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চান তোমাদের দাবি কি? তখন ওই শিক্ষার্থীরা বলে, আমাদের শিক্ষীকা তামান্না ম্যাডাম কে বিনা কারণে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। কেন তাকে বরখাস্ত করা হলো তার উপযুক্ত বিচারের দাবিতে ও তামান্না ম্যাডাম কে পূনরায় বহাল করে নিতে জোর দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীদের এ দাবীতে ইউএনও ওই ছাত্র শিক্ষার্থীদের’কে প্রেষণা মুলকভাবে বুঝিয়ে বলেন, তোমরা বিদ্যালয়ে পড়াশোনা করতে আসছো, তোমরা কেন মিছিল মিটিং করছো? তোমাদের দাবী সুন্দরভাবে লিখিত অভিযোগ ইউএনও ও ডিসি বরাবর উপস্থাপন করো তার পর একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com