নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের মিলু মোল্যার স্ত্রী মোছাঃ রাবেয়া বেগমের ওপর অন্যায়, অত্যাচার, হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে কালনা-যশোর মহাসড়কের কালনা টাটা ইট ভাটার সামনে সড়কের ওপর এলাকাবাসী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্ততারা বলেন, উপজেলার কালনা গ্রামের খোকন মোল্যার ছেলে মোঃ ফারুক মোল্যা (৩৮)একটি ধর্ষণ মামলার আসাসী। একই গ্রামের মিলু মোল্যার স্ত্রী মোছাঃ রাবেয়া বেগম ওই ধর্ষণ মামলার স্বাক্ষী হওয়ায় ফারুক মোল্যা, রেকসোনা বেগম, লিমা বেগম, চম্পা বেগম ও খোকন মোল্যা মিলে মোছাঃ রাবেয়া বেগমকে বেধোড়ক মারপিট করে মারাক্তক আহত করেছে। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মোছাঃ রাবেয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা মোছাঃ রাবেয়া বেগমের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মোসাঃ কাকলী বেগম, মোঃ সাইফুল মোল্যা, লোহাগড়া ইউনিয়নের ১নং ওয়াডের সদস্য মুন্সি নজরুল ইসলাম ও মোছাঃ সোনিয়া খানম প্রমুখ।এসময় মোঃ আজমল মাস্টার, মুন্সি বাবুল হোসেন, মোঃ সিরাজ মোল্যা, কোহিনুর বেগম ও সাজেদা বেগমসহ আরো সমাজের গণ্যমান্য ব্যক্তি অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com