নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ইফটিজিং এর দায়ে কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত (৩০ জুলাই) শনিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কলেজ ছাত্র ইতনা মাধ্যমিক বিদ্যালয় ইতনা গ্রামের ও কলেজের মোশাররফ শেখ এর ছেলে এক ছাত্রী স্কুল থেকে বাড়ি মোঃ রিকু (২২)৷
সু্ত্রে জানা গেছে, রিকু ঔই মেয়েকে কলেজ থেকে ফেরার পথে প্রায় বিভিন্নভাবে উত্তপ্ত করতো। গত ৩০ জুলাই পূর্বের ন্যায় ওই মেয়ে কে উত্তপ্ত করার সময় রাস্তায় হঠাৎ পুলিশের মুখোমুখি হয় তখন পুলিশ তাদের অসভচরণ আচরণ দেখে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি বলেন এই ছেলেটি আমাকে প্রায় দিন উত্তপ্ত করে এবং আজও আমার পিছু নিয়ে উত্তপ্ত করছে। তখন পুলিশ রিকু শেখ কে গ্রেফতার করে।
এর পরবর্তীতে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কক্ষে ওই স্কুল পড়ুয়া মেয়ে ও কলেজ ছাত্রের দিকটা বিবেচনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ রিকু শেখ এর জবানবন্দী অনুযায়ী দোষ স্বীকার করায় তাকে প্রেষণামূলক নির্দেশনা প্রদান শেষে মোঃ রিকু শেখ কে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আজগর আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামীকে উক্ত সাজা প্রদান করেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com