নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ,বাইসাকেল ও অন্যান্য সরঞ্জাম বিতরন করা হয়েছে। আজ (০৬ আগষ্ট মঙ্গলবার) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের উপজেলার ১২ টি ইউনিয়নের ১১৭ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক, বাই-সাইকেল ও অন্যান্য সরঞ্জাম সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এসব সামগ্রী বিতরন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক ( দায়িত্বপ্রাপ্ত) স্থানীয় সরকরকার বিভাগ, নড়াইল মোঃ ফকরুল হাসান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস, এম ,এ হান্নান রুনু, বিশেষ অতিথি ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগার আলীর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুবিধাভোগী গ্রাম পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com