নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় ১৭ আগষ্ট বুধবার রাতে পুলিশের অভিযানে পৌরসভা এলাকার গোপীনাথপুর গ্রামের ইয়াসিন আরাফাত শেখ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ও জুয়া সরঞ্জাম সহ মঙ্গলহাটা গ্রামের আঃ রউফ এর ছেলে ইউনুস ও একই গ্রামের গ্রামের মকবুল মোল্লার ছেলে জসিম মোল্লাসহ তিন জুয়ারি কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এর মধ্যে ইয়াসিন আরাফাত একজন ভুয়া সাংবাদিক। গ্রেপ্তারকৃত ভূয়া সাংবাদিক ইয়াছিন আরাফাত গোপীনাথপুর গ্রামের আঃ সাত্তার শেখ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন ও এএসআই মিকাইল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায় এই তিন জুয়াড়ির থেকে ৪ হাজার ২ শত টাকা ও ৪ বান্ডিল তাস উদ্ধার করে পুলিশ। এসময় সাংবাদিকের স্টিকার লাগনো একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করে পুলিশ। সাংবাদিক স্টিকার লাগিয়ে ভুয়া সাংবাদিকতার আড়ালে সে এই অপকর্ম চালিয়ে যাচ্ছিলো বলে ধারণা করা যাচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এরা মাদক কারবারি ও তাসের জোয়ার জগতে ডুবে আছে। এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই জোয়াড় আসর করে যুবসমাজকে ধ্বংসের মুৃখে ঠেলে দিচ্ছে। আমরা যদি কেউ কখনো কিছু বলতে যাই তারা কারো কোনো কথা তারা শুনেনা বরং কিছু বল্লে উল্টো আমাদের বিভিন্ন প্রকার ভয় দেখায়। এদের কারনে যু্বসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদের দিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। আমাদের একটাই দাবি প্রশাসন এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিক এবং যুবসমাজ কে রক্ষা করুক।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন বলেন, আসামীদের নামে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com