নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় সম্রাট ঘোষ নামের এক প্রতারক দীর্ঘদিন ধরে গরীব অসহায় মানুষদের সাথে ডিভ টিউবওয়েল দেওয়ার কথা বলে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, টাকা আত্মসাথকারী সম্রাট ঘোষ এলাকা থেকে দীর্ঘ দিন পলাতক ছিলেন এবং সে একাধিক মামলার ওয়ারেন্টের আসামি। অবশেষে কালিয়া উপজেলা থেকে আটক করেছে পুলিশ এবং তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
লোহাগড়া থানা পুলিশ সম্রাট ঘোষ কে আদালতে প্রেরণ করেছেন। সম্রাট ঘোষ ডিভ টিউবওয়েল স্থাপন, নতুন ঘর নির্মাণ, চাকুরী দেয়া সহ নানাবিধ কথা বলে নড়াইল, কালিয়া, লোহাগড়া,নড়াগাতি সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ২কোটি টাকার নগদ অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়।
সম্রাট ঘোষ সাধারণ মানুষদের কাছে এমপি ও জেলার বড় বড় অফিসার দের নাম করন করে বলেন, এদের সাথে আমার বিশাল বড় হাত। এমন টি বলে তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষ দের কে বোকা বানিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিঃস্ব করে দিচ্ছে।পরিশেষে পুলিশ কালিয়া থেকে সম্রাট ঘোষ কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com