নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় (পিপিএম বার) স্যারের নির্দেশনায়, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফিরোজ ইকবাল, এসআই (নিঃ) মাসুদ রানা, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামানসহ সংগীয় ফোর্সের সহায়তায় ইং-২৩/০৪/২০২২ তারিখে লোহাগড়া থানা এলাকার বিভিন্ন অঞ্চালে রাত্রীকালীন অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ আবুল কালাম শিকদার(৩২), পিতা-মোঃ আয়ুব শিকদার , গ্রাম- চাচই, এবং সিআর ১০০/২২, ২। মোঃ সজিব শেখ (২৫), পিতা-মোঃ নান্নু শেখ , গ্রাম- ধোপাদহ, উভয় থানা- লোহাগড়া, জেলা -নড়াইলদ্বয়কে গ্রেফতার করিয়া ইং-২৩/০৪/২২ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com