নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও তাঁর রোগমুক্তি কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান লোহাগড়া কমিউনিটি সেন্টারে লোহাগড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
এসময় আরো বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপি নেতা সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, মোসাঃ সালেহা বেগম, সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া পৌর বিএনপি নেতা সামসুল হক আজাদ, জাকির হোসেন, উপজেলা বিএনপি নেতা মোঃ মফিজুর রহমান, ডাঃ ইউসুফ আলী, সেলিম রেজা লিটু, কাউন্সিলর খালেদা আকতার, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব, জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক আহাদুজ্জামান বাটু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাহিদুর রহমান আমিন, নড়াইল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ বিশ্বাস, সহ সভাপতি মামুন গাজী, নবাব রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসান, সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ প্রমূখ।
আলোচনাসভা শেষে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়। এর পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দলের অভ্যন্তরীন কোন্দলের কারণে লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ টিপু সুলতানকে প্রায় এক বছর পূর্বে দল থেকে বহিস্কার করা হয়। বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলেও তিনি দলীয় কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন করে থাকেন। আজ সেই বহিস্কৃত মোঃ টিপু সুলতানের সভাপতিত্বেই চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন পালিত হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com