নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে মহানবীকে (সা:) কে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এছাড়া সহিংসতার জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিঘলিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজন দিঘলিয়া গ্রামের মৃত ইসাহাক মৃধার ছেলে ব্যবসায়ী রাসেল মৃধা (৩৬) ও চরমাউলী গ্রামের কবির গাজী (৩০)।
এর আগে রবিববার (১৭ জুলাই) বিকেলে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন।
উল্লেখ্য যে, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবীকে (সা:) নিয়ে কটূক্তির ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পর বিষয়টি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে।
ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে স্থানীয় লোকজন ৪-৫ টি বাড়িঘর এবং দিঘলিয়া বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওইদিন সন্ধ্যার পর নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করে পুলিশ। পরে শনিবার আকাশ সাহার বিরুদ্ধে মামলা করে ওই গ্রামের সালাউদ্দিন কচি। ওইদিন দিবাগত রাতে আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে রবিবার আকাশ সাহার ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com