নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর খাঁকে (৫২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার এডেন্দা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামী জাহাঙ্গীর খাঁ উপজেলার এডেন্দা গ্রামের সামচু খাঁর ছেলে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, মাদক মামলায় আদালত কতৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর খাঁ দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি এসেছে, এমন গোপন তথ্য পেয়ে পুলিশের একটি টিম বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার এডেন্দা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি জাহাঙ্গীর খাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ২০০৬ সালের একটি মাদক মামলায় জাহাঙ্গীর খাঁর বিরুদ্ধে নড়াইলের একটি আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। সেই সময় থেকে জাহাঙ্গীর খাঁ পলাতক ছিলেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com