নড়াইলের লোহাগড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে লোহাগড়া উপজেলা থেকে তাদের আটক করা হয়।
ওই দুজন হলেন জয়পুর ইউনিয়নের বেলতিয়া গ্রামের ১৯ বছর বয়সী রিফাত মোল্লা ও ২০ বছর বয়সী হাবিবুর রহমান।
১৪ বছর বয়সী ওই স্কুলছাত্রী জানায়, প্রতিদিন সন্ধ্যায় তার চাচাতো ছোট ভাই তার কাছে পড়তে আসে। বুধবার পড়া শেষে রাত ৯টার দিকে সে ভাইকে বাড়ি পৌঁছে দিতে যায়। ফেরার পথে ওই দুই যুবক তাকে পাশের বিলের ধারে ধরে নিয়ে ধর্ষণ করে।
অনেকক্ষণ সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এরপর চিৎকার শুনে তারা বিলের দিকে গেলে দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় একজনকে আটক করা হয়। পুলিশকে বিষয়টি জানালে তারা রাতেই আরেকজনকে আটক করে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ সাইফুল্লাহ জানান, মেয়েটিকে প্রথমে এই হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com