নড়াইলে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার (৩ অক্টোবর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম চয়ন বিশ্বাস (২৫) সে নড়াইল শহরতলীর কোড়গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। চয়ন পূর্বপরিচয়ের সূত্রধরে নড়াইল পৌর এলাকার কুড়িগ্রামের এক কলেজ ছাত্রীকে ২০১৯ সালের ৩১ অক্টোবর সন্ধায় বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে চয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচার প্রক্রিয়া চলাকালে মোট ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে চয়নের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ হয় এবং রায়ের ধার্যদিন ৩ অক্টোবর আদালত তাকে উল্লেক্ষিত জেল জরিমানায় দণ্ডিত করেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com