নড়াইলে কলেজ শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় অন্যতম আসামী রহমত উল্লাহ গ্রেফতার। রহমত উল্লাহ নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামের জাবের গাজীর ছেলে।
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে অপমাণ অপদস্ত করায় পুলিশ বাদী হয়ে ১৭০-১৮০ জনের নামে মামলা করে উক্ত মামলার অন্যতম আসামী রহমত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বিকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, শিক্ষককে অপদস্ত করার অন্যতম আসামী রহমত উল্লাহকে আমরা গ্রেফতার করেছি অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত রয়েছে, এ নিয়ো মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত গ্রেফতারতারকৃত আসামীদের ৩ জনকে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ, আদালত আগামী ৩ জুলাই শুনানীর দিন ধার্য করেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বুধবার সদর আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ৩ জুলাই শুনানীর দিন ধার্য করেন।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির ছাত্র রাহুল দেব রায় তার নিজের ফেসবুক আইডিতে নুপুর শর্মার ছবি ব্যবহার করে লিখে – প্রণাম নিও বস ”নুপুর শর্মা” জয় শ্রীরাম। এ পোস্টটি দেওয়ার পর রাহুল দেব রায় কলেজে আসলে তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বলে কিন্তু সে পোস্টটি মুছেনি। তখন এ বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানায়। শিক্ষক স্বপন কুমার বিশ্বাস সব কিছু জানার পর সকলের পরামর্শে রাহুল দেব রায়কে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে কলেজ শিক্ষার্থীরাসহ এলাকার কিছু লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে সেখানে আতংকের সৃষ্টি হয় কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। উক্ত ঘটনায় পুলিশসহ প্রায় ১০ জন আহত হয়। এসময় জনগণ আরো বেশি ক্ষীপ্ত হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে তখন খবর পেয়ে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থলে গিয়ে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় রাহুল দেব রায়কে পুলিশ নিয়ে আসার সময় পুলিশ ও কর্মকর্তাদের সামনে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গলায় জুতার মালা পরিয়ে কলেজ থেকে বের করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com