নড়াইলে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে কৃষকের মাঠের ধান, আম ও বিভিন্ন ফল ও গাছপালার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এ ঝড়ে অনেক আম ঝড়ে পড়ে, গাছাপালা ভেঙ্গে পড়ে, মাঠের পাকা ধান কাটতে ব্যাহত সৃষ্টিসহ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা।
এ বিষয়ে নড়াইলের এক আম ব্যবসায়ী বলেন, এ কালবৈশাখী ঝড়ে হিমসাগর, ল্যাংড়াই আমের অনেক ক্ষতি হয়েছে, অনেক আম ঝড়ে পড়ে গিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নড়াইলের কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ ঝড়ে আমের অনেক ক্ষতি হয়েছে, তবে আউস ধান ও পাটের জন্য খুব উপকার হবে বলে জানান তিনি। এছাড়াও কৃষকের অধিকাংশ ধান কাটা শেষের পথে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com