নড়াইল জেলা থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৫মে) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ এফ.এম আমিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নড়াইল জেলায় নানারকম সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে ঊষার আলো ফাউন্ডেশন যথেষ্ট সুনাম অর্জন করেছে। ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলাম উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন শুধু আমরা নয় আপনাদেরও এগিয়ে আসতে হবে আমাদের সাথে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com