জনশুমারিতে তথ্য দিন, পরিবল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জনশুমারি ও গৃহগণনার (১৫ জুন ২১জুন) উদ্বোধন করা হয়েছে। বুধবার নড়াইল পরিসংখ্যান ব্যুরো অফিস কার্যালয় থেকে এ উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এর পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, জিপি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, নড়াইল পরিসংখ্যান ব্যুরো অফিসের উপ-পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার সাইদুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল পরিসংখ্যান ব্যুরো অফিসের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, নড়াইল জেলায় ১৫৮৭ জন গণানাকারী, ২৫৫ জন সুপার ভাইজার, ১৪ জন জোনাল অফিসার, ১৪জন আইটি সুপার ভাইজার, ৩জন উপজেলা শুমারি সমন্বয়কারী ও একজন জেলা শুমারি সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com