নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।
নড়াইলে জেলা যুব মহিলা লীগের ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ আজ (২৫ জুলাই) সোমবার দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের কেন্দ্রী কমিটির সভাপতি নাজমা আক্তার দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র বোস, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারীন সুলতানা শর্মীসহ তিনটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যুব মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী।
সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনতে হবে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী বলেন, খুব শ্রীঘই কেন্দ্র হতে জেলা মহিলা যুবলীগের কমিটি ঘোষণা করা হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com