নড়াইল সদর উপজেলা প্রতিনিধি:
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স নড়াইল জেলা শাখার পক্ষ থেকে নড়াইল অমর বিন খাত্তাব এতিমখানা ও মাদ্রাসায় ইফতারের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে অত্র মাদ্রাসার প্রায় ৫০ জন গরিব অসহায় এতিম শিশুদের নিয়ে করা হয়।
উক্ত ইফতারিতে উপস্থিত ছিলেন, এনসিটিএফ নড়াইলের সভাপতি আব্দুল্লাহ আল নাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আরফিন সাহাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, শিশু গবেষক ছেলে সাদি মাহমুদ, জেলা ভলেন্টিয়ার নাজমুস সাকিব সিয়াম, নড়াইল ভলেন্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলাম ও এনসিটিএফ এর সদস্য বৃন্দ।
এনসিটিএফ, নড়াইল বাংলাদেশের জাতীয় সংগঠন এনসিটিএফ, বাংলাদেশের একটু শাখা যা সম্পূর্ণ শিশুদের দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র শিশুদের উন্নয়ন ও শিশু বান্ধব দেশ গঠনে কাজ করে। এই রমজানে তারা ২০০৬ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে ইফতারের আয়োজন করে যেটি পূর্বে একটি ছিনেমা হল ছিল। এতিম শিশুদের জন্য তাদের এই আয়োজন সত্যিই প্রসংসাযোগ্য।
এনসিটিএফ নড়াইলের সভাপতি আব্দুল্লাহ আল নাকিব বলেন, আমরা এই ইফতারি আয়োজনের মাধ্যমে ছোট্ট সোনামনিদের সাথে থাকতে পেরে নিজেদের মনে খুব আনন্দ অনুভব করছি আমরা চাই শুধু আমরা নয় আমাদের মতন আরো যত সংগঠন আছে বা যাদের সামর্থ আছে তারা এই মাহে রমজান মাসে এই গরিব- অসহায়, এতিম ছোট্ট ছোট্ট সোনামনিদের এবং যাদের সামর্থ নেই এমন মানুষের পাশে দাড়াক। ইফতারি আয়োজনে অংশগ্রহণ করে মাদ্রাসা ও এতিম খানার ছাত্র ও শিক্ষক কর্মচারীরা খুব খুশি।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com