নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামে পিকআপের ধাক্কায় ইজিবাইক যাত্রী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা বেগম (৪৫) উপজেলার আগদিয়া গ্রামের গফ্ফার বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় পিকআপসহ চালক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক পিকআপটি নওয়াপাড়া থেকে নড়াইলের দিকে যাওয়ার পথে ইজিবাইকে ধাক্কা দিলে যাত্রী তাসলিমা ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইক চালকসহ অন্য যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন। ইজিবাইকটি নওয়াপাড়ার দিকে যাচ্ছিল বলে জনা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপটি আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনায় গৃহবধূ তাসলিমা নিহত এবং পিকআপসহ চালক কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com