নড়াইল জেলা প্রতিনিধি।
বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলার নড়াগাতী থানা শাখার কর্মসূচি পালনকালে সম্মিলিতভাবে হামলা করেছে পুলিশ ও আওয়ামীগের নেতাকর্মীরা। এতে ৭ জন গুলিবিদ্ধসহ মোট ৩০ জনের অধিক আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের হাত-পা ভেঙে গেছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টা থেকে নড়াগাতী থানার পাশে অবস্থিত কিন্ডারগার্টেন স্কুল মাঠে জড়ো হয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাঁধা দেয়। একপর্যায়ে অতর্কিত আক্রমণ করে বসে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিএনপির ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হন। এসময় বিএনপি কর্মীরা পাল্টা ইটপাটকেল ছুঁড়লে আওয়ামীলীগের নড়াগাতী থানা সভাপতি বশির উদ্দিন আহমেদ আহত হন।
এবিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য জড়ো হয়েছিলাম। সেখানে পুলিশ ও আওয়ামীলীগ একজোট হয়ে শর্টগান, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন, হাত পা ভেঙে গেছে অনেকের। উন্নত চিকিৎসার জন্য আমরা গুরুতর আহতদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি।
এবিষয়ে জানার জন্য নড়াগাতী থানার ওসির ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করলেও তাকে লাইনে পাওয়া যায়নি৷
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com