নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়েছে। ”বৃক্ষপ্রাণে প্রকৃতি- পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষমেলার উদ্ধোধন ঘোষণা করেন মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল। সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সামাজিক বন বিভাগ যশোর বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, সামাজিক বনায়ন জোন নড়াইলের সহকারী বন সংরক্ষক অনিমা মন্ডল, নড়াইল জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শরীফ মুনির হোসেনসহ আরো অনেকে।
এসময়, বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। গাছ পেয়ে শিক্ষার্থীরা খুব অনুপ্রেণিত।
এ মেলার চলবে ২০-২৬ তারিখ পর্যন্ত, সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। মেলায় মোট ১৫ টি স্টল রযেছে। রয়েছে ফলজ, বনজসহ বিভিন্ন প্রকার গাছ।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com