নড়াইলে মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা দেয়ার ঘটনায় আরেক হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। নুরুন্নবী (২৯) নামে ঐ যুবককে গত রবিবার (৩ জুলাই) রাত ১১টার দিকে যশোর থেকে গ্রেফতার করে নড়াইলে নিয়ে আসা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত মোট ৫ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যুবক নুরন্নবী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মাহামুদুর রহমান।
পুলিশ সুত্রে জানা গেছে, ১৮জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতাসহ অধ্যক্ষেকে জুতার মালা দেয়ায় জড়িত নুরুন্নবীকে ভিডিও ফুটেজ দেখে সনাক্তের পর তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে নড়াইল জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে ধরতে যশোরে অভিযান পরিচালনা করে। অভিযান কালে পুলিশ যশোর মনিহার এলাকা থেকে নুরুন্নবীকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে নড়াইলে নিয়ে আসা হয়েছে।
হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তীকারি ভারতের বিজেপি নেতা নুপুর শর্মার সমর্থনে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের রাহুল দেব নামে এক কলেজ ছাত্রের ফেসবুক ষ্টাটাসকে কেন্দ্র করে ঐ কলেজে গত ১৮ জুন সৃষ্ট সহিংসতার সময় কলেজ অধ্যক্ষর গলায় জুতার মালা দেয়ার অনাকাঙ্খিত ঘটনাটি ঘটলে পুলিশ ভিডিও ফুটেজ দেখে এতে জড়িতদের চিহ্নিত করে ধরতে ব্যাপক তৎপরতা শুরু করে।
এরই ধারবাহিকতায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালত জুতার মালা দেয়ার অন্যতম অভিযুক্ত রহমত উল্লাহ্ রনি, মনিরুল ইসলাম রুবেলসহ চার জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন যা (৪ জুলাই) থেকে কার্যকর করা হচ্ছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com