নড়াইলে মুসলিম ধর্মের শিয়া মতাবলম্বীদের মহররম উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার নড়াইল পৌরসভার উজিরপুর শিয়া সম্প্রদায়ের মসজিদে আবু তালিব থেকে তাজিয়া মিছিল বের হয়ে পৌরসভার কাশিয়ারার প্রতীকী কারবালায় গিয়ে শোকের মাতমের মাধ্যমে শেষ হয়। তাজিয়া মিছিলের আগে শিয়া মসজিদে কারবালা দিবসের স্মরণে মর্মস্পর্শী বক্তব্য রাখেন সম্প্রদায়ের ইমাম।
কারবালায় ইমাম হুসাইন পরিবারের শাহাদাতের ঘটনার স্মরণে শোক প্রকাশ করতে হায় হোসেন, হায় হোসেন রবে বুক চাপড়ান শিয়া মতাবলম্বীরা।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখে অনুষ্ঠানের এলাকা। শোক পালনের রীতি শেষে বক্তব্য রাখেন শিয়া মতাবলম্বীদের ধর্মীয় নেতারা। তারা বলেন, ‘মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ সেদিন কারবালার প্রান্তরে নির্মমভাবে আহলে বাইতকে (রাসুল সাঃ এর পরিবার) শহিদ করে। রাসুলের (সাঃ) দৌহিত্র ইমাম হুসাইন (আঃ) এর অপরাধ ছিল মদ্যপ ইয়াজিদের আনুগত্য মেনে না নেয়া।’
এসময় বক্তারা হযরত মুয়াবিয়া (রাঃ) এর পিতা আবু সুফিয়ান ও মাতা হিন্দার কঠোর সমালোচনা করেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com