বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাত ১০ টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার সদস্যবিশিষ্ট উক্ত কমিটিতে সভাপতি হিসাবে রয়েছেন নাঈম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন স্বপ্নীল সিকদার নীল। অন্যান্যের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মোর্তজা মোর্শেদ খান সৌধ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান মোল্লা।
জানা যায়, সভাপতি নাঈম ভূঁইয়া এর আগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। আর সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল এর আগে জেলা ছাত্রলীগের পরিবেশে বিষয়ক সম্পাদক ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই দীর্ঘ ৭ বছর পর বছর পর নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com