নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে উৎসব মুখর পরিবেশে আজ (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়। বেসরকারী ফলাফলে আ. মনোনীত প্রার্থী এড. সুবাস চন্দ্র বোস ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু পেয়েছেন ১৭৮ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী শেখ সুলতান মাহমুদ বিপ্লব পেয়েছেন ১১৩ ভোট। জেলা পরিষদ নির্বাচনে ভোটার ছিলেন ৫৫২ জন। এদের মধ্যে ৫৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ৫৫১টি ভোটের মধ্যে আ. লীগ মনোনী প্রার্থী এড. সুবাস চন্দ্র বোস পেয়েছেন ২৬০ ভোট। আর অপর দুই জন স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯১ ভোট।
এ নির্বাচনে মোট ৪ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিরতীহীনভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নড়াইল সদরের জেলা শিল্পকলা একাডেমিতে, কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এবং লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার মোট ৩টি স্থানে ভোট গ্রহন করা হয়। এ বছর নির্বাচনে ভোট গ্রহনে নির্বাচনকে শুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যমেরা স্থাপন ও ভোট কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন নিষিদ্ধ করা করা হয়। নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে হয়েছে এতে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন পরিচালনায় যে পদ্ধতি গ্রহন করা হয়েছে এর ফলে নিরপেক্ষ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে বলে ভোটাররা মত প্রকাশ করেছেন। নির্বাচনে সংরক্ষিত ১ আসনে শাহিনুর আক্তার রুমা এবং এবং সংরক্ষিত ২ আসনে নির্বাচিত হয়েছেন জেসমিন নাহার। এছাড়া ৩ উপজেলায় যে ৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন: নড়াইল সদর থেকে খোকন সাহা, লোহাগড়া থেকে শামসুল আলম কচি এবং কালিয়া থেকে খান শাহিন সাজ্জাদ পলাশ নির্বাচিত।
ভোট শুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন খুব সচেতন ছিলো কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে ভোট গ্রহন শুরুর কিছু সময় পর কোন এক ইউপি চেয়ারম্যান তার পরিষদের সকল ভোটারকে নিয়ে এক সঙ্গে নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর ভোট কক্ষে প্রবেশ করলে কেন্দ্রে উপস্থিত প্রশাসন ও ভোট পরিচালনা কারীদের নজরে আসার পর পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন এবং সমাধান করেন।
পুলিশ প্রশাসন, আনসার ভিডিপি, ভোট কেন্দ্রে সাহায্যকারী সংশ্লিষ্ট সবার সহযোগীয় আমরা সঠিক শুষ্টু ও অবাধ নির্বাচন করতে পেরেছি বলে অভিমত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com