নড়াইল জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার (২৬ জুন) পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ এবং কিট পরিদর্শন করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), নড়াইল।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে স্মার্ট ইউনিফর্ম পরিধান করা, প্রাপ্যতা অনুযায়ী যথাসময়ে সরকারি মালামাল গ্রহণ এবং ইস্যুকৃত মালামাল যত্নের সাথে ব্যবহার করা, মাদক থেকে দূরে থাকা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা, বিট পুলিশিং মিটিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, জনাব প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com