মৌলভীবাজার সদর উপজেলার দিশারী যুব সমবায় সমিতি কামারখালি এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে (২য় বার) ২১ টি মসজিদের ইমাম- মুয়াজ্জিন ও ১০ জন মাদ্রাসা শিক্ষক কে মোট ৫০০০০।- টাকা নগদ অর্থ উপহার অনুষ্ঠান, কামারখালি সংলগ্ন ঘোড়াখাল – বাউরভাগ নুরুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ ইকবাল সুজেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াখাল – বাউরভাগ নুরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জুনায়েদ আহমেদ, সরকার বাজার বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা মুফতি সাদিকুর রহমান,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ হানিফ আলী, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, প্রচার সম্পাদক আল-আমীন মিয়া প্রমুখ। এসময় বক্তারা সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠন উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com