সিনথিয়া সুমি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) সেলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম আসিফ সিদ্দিককে আহবায়ক ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল আহমেদ শান্তকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে পুসাগের সভাপতি হুসেইন মুহম্মদ জীম ও সাধারণ সম্পাদক এ কে প্রামাণিক পার্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক যথাক্রমে- আবু কাওসার মাহমুদ কনক (পরিসংখ্যান বিভাগ), মোঃ হাবিবুর রহমান হাবীব (কৃষি বিভাগ), রাকিবুজ্জামান সরকার বিক্ষোভ (ইতিহাস বিভাগ), রাশেদ আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), আওয়াল আবির প্রধান (আইন বিভাগ), মোশাররফ হোসেন লিমন (ফুড), মোঃ আব্দুল্লাহ আল ইমরান (সিএসই বিভাগ), তরিকুল ইসলাম রোমান (একাউন্টিং), মেহেদী হাসান (সমাজবিজ্ঞান) ও মোঃ শাহাদাত হোসেন (পদার্থ বিজ্ঞান)। সদস্য হিসেবে আছেন আবরিন জাহান বিপা (ম্যানেজমেন্ট),তৌহিদুল ইসলাম তৌহিদ (আইন বিভাগ), বাপ্পি ঘোষ (সমাজবিজ্ঞান), মুবতাসিম ফুয়াদ (ফুড), সিনথিয়া সুমি (ইতিহাস বিভাগ)।
এছাড়াও উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন মোঃ জাহিদ হাসান, সহকারী অধ্যাপক – পরিসংখ্যান বিভাগ (বশেমুরবিপ্রবি) ও সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ তৌফিকুল ইসলাম আশিক এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এম এ হাসান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ৩ মাসের জন্য “পুসাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেল”-এর আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই সাথে আগামী ০৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বর্তমানে ৩৩ টি বিশ্ববিদ্যালয় এবং ১১ টি মেডিকেল কলেজের প্রায় ১৪০০ শিক্ষার্থী পুসাগের সদস্য।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com