বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় নড়াইলের লোহাগড়ায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩জুন) সোমবার বিকেলে লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের সকল মুসলমান ও ওলামায়ে কেরামগন বাদ ফজর বিক্ষোভ সমাবেশ করেন।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী বিশ্ব নবী, আল কোরানের শত্রুরা হুশিয়ার সাবধান ধ্বনিতে মিছিল করেন তারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১ হাজারের মতন মুসলমান ভাইয়েরা।
বিক্ষোভ মিছিলটি এড়েন্দা বাজার জামে মসজিদ থেকে একটি রালি শুরু করে এড়েন্দা স্টান্ড এসে শেষ হয়
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কাশিপুর ইউনিয়নের ওলায়েম পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান তিনি বক্তৃতা বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে নুপুর শর্মা বিজেপির নেতার ফাঁসির দাবি। এ সরকার যদি নুপুর শর্মার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় না আনতে পারে ও ফাঁসির রায় কাযকার না করতে পারে তাহলে তার আর গদিতে থাকার কোনো দরকার নাই সে গদি ছেড়ে দিক এবং সে আরো বলেন বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়ার সকল পন্য বইকাট করা হয়েছে আমাদের দেশে ও সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হোক ইন্ডিয়ার সকল পন্য বয়কাটের জন্য নাহলে তার গদিতে থাকার কোনো দরকার নাই কারণ এটা ৯২ভাগ মুসলমানের রাষ্ট্র এখানকার মুসলমানরা বিশ্বনবির অপমান সয্য করতে পারবেনা, বিশ্ব নবীর অপমানে যদি না কাদে তোমার মন মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুধু কাশিপুর ইউনিয়নে নয় দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে ।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com