ভারতে বিশ্ব নবী (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ জুন) শুক্রবার নড়াইল জেলার সাধারণ মুসলমান ও ওলামায়ে কেরামগণ বাদ আসর বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী বিশ্ব নবী, আল কোরানের শত্রুরা হুশিয়ার সাবধান ধ্বনিতে মিছিল করেন তারা। এসময় প্রায় পাঁচ হাজারের অধিক বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ মিছিলটি নড়াইল পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ থেকে শুরু করে রুপগঞ্জ বাজার দিয়ে ঘুরে এসে টার্মিনাল গোলচত্বরে এসে শেষ হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রূপগঞ্জ জামে মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা আইয়ুব আনসারী। তিনি বক্তৃতা বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে নুপুর শর্মার মন্তব্যের নিন্দা জানান। এ সময় আরো বক্তৃতা রাখেন, নব মুসলিম হযরত মাওলানা রানা মাগুরা তিনি তিনার বক্তৃতায় বলেন, ভারত সরকার যদি নুপুর শর্মারকে বিচারের আওতায় না আনতে পারে তাহলে তাদের আর গদিতে থাকার কোনো দরকার নাই। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করা হয়েছে। আমাদের দেশেও সরকারিভাবে ঘোষণা দিয়ে পণ্য বয়কাট করা হোক।
এছাড়াও নড়াইলের বিভিন্ন উপজেলায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com