মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় ধাপের
(২ য় পর্যায়ে) জেলার সদর, রাজৈর, শিবচর ও কালকিনিতে আরও ১৯৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর ও ভুমি বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে
জেলার সদর, রাজৈর, শিবচর ও কালকিনিতে উপজেলা প্রশাসনের পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৩৮টি, রাজৈর উপজেলার ২৫টি, শিবচর উপজেলার ৩০টি ও কালকিনিতে ১০৩টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি, দলিল পত্র ও নামজাদির কাগজ দেওয়া হয়েছে।
সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মোট ২৬.২৯৯টি ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন সম্পূর্ণ করেন।
জেলার রাজৈর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঘর হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এইচ এম মাহবুব হোসেন, সমাজের সেবা কর্মকতা ফজলুল হক ছলাকারসহ প্রমূখ।
মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com