মৌলভীবাজার সদর উপজেলা ১নং খলিলপুর ইউনিয়নের ইলেভেন ব্রাদার্স ফাউন্ডেশন খঞ্জন পুর বড়বাড়ি পক্ষ থেকে হলিমপুর,কাটারাই,
গোরারাই,খঞ্জন পুর, চানপুর, প্রায় ৪৫০ বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী দুইটি পৃথক স্থানে খঞ্জনপুর প্রাইমারি স্কুল,ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হয়।অনুষ্ঠানে আব্দুন নুর চৌঃ সভাপতিত্বে ও আরমান হুসেন এর পরিচালনায়,উপহার সামগ্রী বিতরণ শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, ৭নং ওয়ার্ড মেম্বার মিলন মিয়া,৮নং ওয়ার্ড মেম্বার আমিন মিয়া,৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার হাজি বুরহান উদ্দিন,গোরারাই বাজার কমিটির সভাপতি খালিছুর রহমান,মাস্টার আব্দুর রব,খঞ্জন পুর গ্রামের মুজিবুর রহমান,খয়রুল ইসলাম,সিরাজুল ইসলাম রিংকু ।
ইলেভেন ব্রাদার্স ফাউন্ডেশন এর যে সকল সদস্য সহযোগিতা করেছেন,নুরুল ইসলাম,নিজামুল ইসলাম,শামীম আহমদ,জয়নুল ইসলাম,সেলিম আহমদ,লুৎফুর রহমান,সিরাজুল ইসলাম,সামসুল ইসলাম,সুহেব আহমদ,শাহজান,আলাউর রহমান।
ইলেভেন ব্রাদার্স ফাউন্ডেশন এর সদস্য সিরাজুল ইসলাম রিংকু বলেন, তাদের এই কাজের ধারাবাহিকতা অসহায় মানুষ দের জন্য সবসময় অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com