মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর গ্রামের ইমাদ ভেরাইটিজ ষ্টোরের সামন থেকে কার্টুন বন্দী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার রাত ২টার দিকে মৌলভীবাজার মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোরে লাশ উদ্ধার করে।
ইমাদ ভেরাইটিজ ষ্টোরের স্বত্ত্বাধিকারী রাসেল আহমদ বলেন, রাতে আমার ভাই জাহাঙ্গীর দোকানের ভীতরে ঘুমে ছিল। সে দূর্গন্ধ পেয়ে আমাকে ফোন করে। তাৎক্ষণিকভাবে আমি কয়েকজন লোক সাথে নিয়ে দোকানে গিয়ে দেখতে পাই দোকানের সামনে একটি কার্টুনে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ রাখা। তাৎক্ষণিকভাবে ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে ভোরে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, ব্যবসায়ীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা এবং পলিথিন দিয়ে মুখ বাধা অবস্থায় কার্টুনের ভীতরে একটি লাশ দেখতে পাই। এসময় লাশের কার্টুনে ২লিটারী ১টা পেট্রলের বোতল পাওয়া যায়। কার্টুনের ভীতরে একটি শার্ট ও টি শার্ট ছিল। মৃত ব্যক্তির কমরে একটি টাকার খালি ব্যাগ ছিল। স্থানীয়রা সহ কেউই লাশ সনাক্ত করতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
এবিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, লাশের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com