মাদারীপুর জেলার রাজৈরের শংকরদী গ্রামে খেলনা বেলুন তৈরী করার সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল(১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু আদনান মোল্লাসহ(১১) তিনজন গুরুতর আহত হয়েছে। আহত তিনজনকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুন) সকালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে খেলনা বেলুন বিক্রির জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামে বেলুন তৈরী করার সময় গ্যাস সিল্ডিারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জাহিদুল (১৮) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত জাহিদুলের বাড়ি ফরিদপুরের নগরকন্দার পাঁচকাইল গ্রামে। সে একই এলাকার মোস্তফা বেপারীর ছেলে। এ ঘটনায় আহত হয় শিশুসহ তিনজন। আহতরা হলেন খেলনা বেলুন তৈরীর শ্রমিক ফরিদপুরের নগরকান্দার বড় নাওডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল(১৮), আহত রাকিবুলের ডান পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই পড়ে থাকে । অন্য দুজন আহতরা হলেন নগরকান্দার জুবায়ের মাতুব্বর(২৫) ও রাজৈর উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান(১১)। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খেলনা বেলুন তৈরীর সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানতে পারবো। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com