মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহি নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ সুষ্ঠু ও নিরেপক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।
(১১ সেপ্টেম্বর) রোববার বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল ১০টা থেকে অভিভাবকদের ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত।
এ নির্বাচনে সংরক্ষিত মহিলা পদে একজন প্রার্থী থাকায় খাদিজা বেগম বিনাপ্রতিন্দিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন।
এদিকে সাধারণত অভিভাবক সদস্য পদে প্রার্থী ছিলো মোট নয়জন।
রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাডিং অফিসার ফজলুল হক জানায়, রাজৈর পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মোট ভোট ছিলো ১২৬৪ টি এর মধ্যে ৮১৮ টি কাস্ট হয়েছে ও আঠারোটি ভোট নস্ট হয়েছে, সাধারণত অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৪ নং ব্যালোটের প্রার্থী জাকির হোসেন ৩২৭ভোট , ১ নং ব্যালোটের প্রার্থী আনোয়ার হোসেন ৩২৫ ভোট,
৩ নং ব্যালোটের প্রার্থী ওয়াহিদুজ্জামান চাঁদ ৩১৭ ভোট, ৫ নং ব্যালোটের প্রার্থী জামাল বেপারী ৩০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com